সাঁকরাইল: নিয়ন্ত্রণ হারিয়ে নুনিয়াশোলে পুকুরে উল্টে পড়লো মারুতি ভ্যান , চালক অল্পের জন্য রক্ষা পেল, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নুনিয়াশোল এলাকায় বড়সড় পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক। জানা গেছে, রবিবার রাত্রি ৯:৩০ মিনিট নাগাদ সাঁকরাইল থেকে কুলটিকরীর দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ এবং শুরু হয় ভ্যান উদ্ধারের কাজ।