পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার হাট বাজার যেখানে খুবই বেশি মানুষের আনাগোনা হয়। সেখানেই এক শ্রেণীর অসাধু ব্যক্তি একটি কম্পিউটার নিয়ে অনলাইন জুয়া সেন্টার খুলে ফাঁদপেতে বসে থাকে। আর এলাকার যুবক রা তারা সেই পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে। নিঃস্ব হয়ে যাচ্ছে। ফলে পরিবারে বাড়ছে নানান অশান্তি। এই অনলাইন জুয়া বন্ধ করতে গতকাল জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানায় তমলুক।পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মন্ডল।তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন এই সব জুয়া বাড়ছ