চুঁচুড়া-মগরা: চুঁচুড়া শহরের মধ্যে ফ্লাইওভার তৈরি করে সারা ফেলে দিয়েছে পঞ্চানন তলা সার্বজনীন দূর্গা উৎসব সমিতি
পূজোয় শহরের মধ্যে ফ্লাইওভার তৈরি করে সারা ফেলে দিয়েছে পঞ্চানন তলা সার্বজনীন দূর্গা উৎসব সমিতি। এ বছর তাদের পূজো ৩২ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। বড় বড় শহরের ফ্লাইওভারের নিচে বসবাস করে বহু পরিবার। সেই সমস্ত পরিবারের শিশুদের জীবন যাপন তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে।