নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়া কোলিয়ারি ই সি এল ফুটবল মাঠে মিলন উৎসবে প্রচুর মানুষের সমাগম
পুরুলিয়ার নিতুড়িয়ার শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার বিকেলে পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া কোলিয়ারি ই সি এল ফুটবল মাঠে অনুষ্ঠিত হল মিলন উৎসব।এদিন এই মিলন উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি,নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব সহ বহু বিশিষ্ট ব্যক্তি।এদিন মঞ্চে বক্তারা শশীভূষণ প্রসাদ যাদব প্রসঙ্গে বক্তব্য রাখেন।