রবিবার সকালে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে আয়োজিত হলো পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। মন্তেশ্বর ব্লকের ছটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে। মধ্যমগ্রাম প্রেমময়ী হাই স্কুল, কুসুমগ্রাম তৈয়বা ইনস্টিটিউশন, মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন, মন্তেশ্বর সাগর বালা হাই স্কুল ও সতী কৃষ্ণ মনি গার্লস স্কুলে।