কোলাঘাট: এ এফ সি কাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন কোলাঘাটের বড়িশা গ্রামের মেয়ে ঠান্ডামনী বাস্কে বাড়ি ফিরতে কোলাঘাটে সম্বর্ধনা
আন্তর্জাতিকস্তরে এ এফ সি কাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন কোলাঘাটের বড়িশা গ্রামের মেয়ে ঠান্ডামনী বাস্কে রবিবার বাড়ি ফিরতেই সম্বর্ধনা দেওয়া হয়। রবিবার বিকেল চারটার সময় কোলাঘাট টেকার স্থান থেকে শুভযাত্রা সহকারে কোলাঘাট হাই স্কুল মাঠে আনা হয় তাকে সম্মোধিত করা হলো। উজবেকিস্তানের স্টেডিয়ামে উজবেকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে ভারতীয় সতেরো অনুর্ধ্ব ফুটবল দল চায়নাতে মূলপর্বে যোগ্যতা অর্জন করে। দু গোলের অন্যতম কারিগর কোলাঘাট ঠান্ডা মনী বাস্কে।