মেদিনীপুর: আবহাওয়া যতই প্রতিকূল হোক কার নিভাল হচ্ছেই! মেদিনীপুরে জানালেন আয়োজক পৌর প্রধান
আবহাওয়া যতটাই প্রতিকূল হোক না কেন, মেদিনীপুর শহরে কার্নিভাল উৎসব হবেই সন্ধ্যাতে। প্রস্তুতি পরিদর্শন সেরে জানালেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। কার্নিভাল স্থলে হাজির হয়েছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে। জানালেন -মা দুর্গা সহায় রয়েছে কার্নিভাল হচ্ছেই।