মানবাজার ১: ধূমধাম করে অনুষ্ঠিত হলো মানবাজার মহকুমা দমকল অফিসের বিশ্বকর্মা পুজো, উপস্থিত প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকারা
মানবাজার মহকুমা দমকল অফিসে বিশ্বকর্মা পূজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা। সকাল থেকেই অফিসের সামনে বিশ্বকর্মা পূজা উপলক্ষে পুজো পাঠের আয়োজন করা হয়। সুসজ্জিত প্যান্ডেলে সাজিয়ে তোলা হয় দমকল অফিস চত্বরকে।বুধবার বেলা ১.৩০ টা থেকে এলাকার মানুষদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।কয়েকশ ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়।দমকল অফিসের আধিকারিক বিপ্লব পাত্র আসন্ন শারদীয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।