বাসন্তী: অবশেষে আন্দোলনে জেরে এলাকায় নতুন কলের উদ্বোধন করলেন পঞ্চায়েত প্রধান।
বাসন্তী দক্ষিণ ২পরগনঅবশেষে আন্দোলনে জেরে এলাকায় নতুন কলের উদ্বোধন করলেন পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখায় এলাকার সকল মহিলারা। রীতিমতো বাঁশ বেঁধে পদ অপরাধ করেন কয়েক ঘন্টার জন্য থমকে যায় যান চলাচল। এমনকি বিক্ষোভের মধ্যে পথ চলতি মানুষের সাথে উত্তেজনায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারী মহিলারা পুলিশ প্রশাসনে এসে আশ্বাস দেন শুক্রবার এলাকার মানুষের জন্য ব্যবস্থা করবেন অবশেষে শুক্রবার সকাল নটা নাগাদ পানীয় জলের টিউল উদ্বোধন করেন