ধর্মনগর: সিপিআইএম দলের উদ্যোগে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরে
২৪সেপ্টেম্বর কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হবে ১২তম CITU ধর্মনগর মহকুমার সম্মেলন। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই সম্মেলনকে সফল করার জন্য ধর্মনগর শহরে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের।