চন্দ্রকোনা ১: গাজন উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করা হলো ক্ষীরপাই এলাকায়, সেবাই অংশগ্রহণ করলো আড়াই থেকে তিন হাজার মানুষ
প্রত্যেক বছরের মত এই বছরও গাজন উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করা হলো ক্ষীরপাই এলাকায়, গাজন উপলক্ষে নরনারায়ন সেবাটির আয়োজন করা হয় ক্ষীরপাই এলাকায় দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ, সেবাতে অংশগ্রহণ করেন এলাকার আড়াই থেকে তিন হাজার মানুষজন, নরনারায়ণ সেবাকে ঘিরে উন্মাদনা এলাকার মানুষদের মধ্যে