রামনগর ১: কিছু বেআইনি দোকান হয়েছে, রাতে কোনও দোকান ভাঙা হয়নি; তাজপুরে বললেন বনদপ্তরের আধিকারিক
গতকালের উত্তেজনার পরিস্থিতির পর রবিবার সকাল থেকেই তাজপুরে বনদপ্তরের ওই এলাকায় নজরদারি চালাচ্ছে বনদপ্তরের নিরাপত্তা রক্ষীরা। দুই একটা জটলা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমনটাই জানালেন বনদপ্তরের আধিকারিকরা।