ধর্মনগর: চুড়াইবাড়ি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নবোদয় স্কুল সংলগ্ন এলাকায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ২
চুড়াইবাড়ি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নবোদয় স্কুল সংলগ্ন এলাকায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ২। আহত হলো যথাক্রমে ভুপেশ দেব (৫২) পিতা মৃত ভূপতি ভূষণ দেব বাড়ি ধর্মনগর কামেশ্বর ৩নং ওয়ার্ডে অপরজন নিকুঞ্জ শর্মা (৪৮) পিতা মৃত নিরোধ শর্মা বাড়ি ধর্মনগর ভাগ্যপুর ৩নং ওয়ার্ডে।