রতুয়া ২: রীতিমেনে কাঁধে করে গোবর জনা কালীর প্রতিমা বিসর্জনে হাজার হাজার ভক্তের সমাগম
Ratua 2, Maldah | Oct 22, 2025 রীতি মেনে নিষ্ঠার সাথে গোবরজোনা কালী প্রতিমা বিসর্জনের মেতে উঠলো রতুয়া দুই ব্লকের সর্বস্তরের মানুষ। প্রশাসনিক নজরদারির মধ্য দিয়ে মঙ্গলবার গভীর রাতে গোবরজোনা কালী মায়ের প্রতিমা বিসর্জন হয়। মন্দির থেকে প্রতিমা কাঁধে করে বেড়ানোর পর রীতি মেনে মন্দিরের চারপাশ পাঁচ বার ঘোরানো হয়। কাঁধে করেই মন্দির সংলগ্ন অবস্থিত কালিন্দ্রী নদীতে মায়ের প্রতিমা পৌছায় এবং বিসর্জন হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় বিসর্জনের। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী নদীতে নজরদারি ছিল।