নানুর: নানুরে উকরুন্দি গ্ৰামের শঙ্কর মঠে জগদ্ধাত্রী পুজোয় তারকেশ্বরে মোহান্ত! নিষ্ঠার সাথে করলেন পুজো
জেলার আর পাঁচটা পুজোর মত এক বা দু দিনের নয়,নানুরের উকরুন্দী গ্রামের শঙ্কর মঠে জগদ্ধাত্রী আরাধনা দুর্গা পুজোর মতোই চারদিনের,এছাড়াও পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে।সেই হিসেবে বৃহস্পতিবার জেলার অধিকাংশ স্থানে নবমী পুজো হয়ে গেলও,উকরুন্দী গ্রামের শঙ্কর মঠের জগদ্ধাত্রীর নবমী পুজো হয় শুক্রবার।এদিনেই হয় কুমারীপুজো ও মহোৎসব।নিয়ম মেনে দশমীর পুজো হল শনিবার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল,সংশ্লিষ্ট মঠটির বর্তমান মঠাচার্য্য তারকেশ্বরের মোহান্ত শ্রী।