ফরিদপুর দুর্গাপুর: মানবিক মুখ্যমন্ত্রীর কর্মনিষ্ঠ মন্ত্রী, জন্মদিনে অন্যরকম ছোঁয়া মন্ত্রী প্রদীপ মজুমদারের দুর্গাপুরে মহকুমা হাসপাতালে
মানবিক মুখ্যমন্ত্রীর কর্মনিষ্ঠ মন্ত্রী, জন্মদিনে অন্যরকম ছোঁয়া প্রদীপ মজুমদারের শনিবার । ৭৮ বছর বয়সেও একই উদ্যম, একই নিবেদন।রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার যেন প্রমাণ করে দিচ্ছেন বয়স শুধু সংখ্যার খেলা, কাজই আসল পরিচয়। ৭ই অক্টোবর ছিল মন্ত্রী প্রদীপ মজুমদারের জন্মদিন। কিন্তু তখন তিনি ছিলেন উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যস্ত এলাকায় ত্রাণের কাজে ব্যস্ত। কৃষকদের পাশে দাঁড়াতে ব্যস্ত।