খোয়াই: সুভাষপার্ক কালীবাড়ি রোডের প্রসিদ্ধ ব্যবসায়ী অধিক মূল্যে তামাক জাতীয় জিনিসের বিক্রয়ের অভিযোগ উঠেছে
Khowai, Khowai | Sep 14, 2025 খোয়াই সুভাষ পার্কের কালিবাড়ি রোডের প্রসিদ্ধ পাইকারি মাল বিক্রেতা দোকানে অধিক মূল্যে তামাক জাতীয় দ্রব্য জিনিসের বিক্রির অভিযোগ উঠেছে। দোকানে অত্যধিক পরিমাণে তামাক জাতীয় দ্রব্য থাকার ফলে জি এস টি তামাক জাতীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কথা শুনেই অধিক মূল্যে জিনিস বিক্রয়ের অভিযোগে পুলিশ ও প্রশাসন যৌথভাবে অভিযান চালায়।