বরজোড়া: বড়জোড়া বিধায়কের উপস্থিতি তে তিনটি বুথের মানুষদের মতামতের ভিত্তিতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বড়জোড়া ৬৮, বনশ্রীপল্লী ৬৯, কলেজ মাঠ ৭০ বুথে।।মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে বাংলার বুথ স্তরে উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি বুথের জন্য ১০লক্ষ টাকা কাজের জন্য বরাদ্দ করেছেন। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী সহ বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ।