কৃষ্ণগঞ্জ: দশমীর সকালে মাজদিয়া লক্ষীডাঙ্গা গ্রাম বারোয়ারীর প্রতিমা বরণ করলো মহিলা সদস্যরা
দশমীর সকালে মাজদিয়া লক্ষীডাঙ্গা গ্রাম বারোয়ারীর প্রতিমা বরণ করলো মহিলা সদস্যরা, আজ বিজয়া দশমী দেবী দুর্গার বাপের বাড়ী থেকে ফিরে যাওয়ার পালা তাই ভারাক্রান্ত সকলের মন আর এই আবহে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লক্ষীডাঙ্গা গ্রাম বারোয়ারীর মহিলা সদস্যরা মাকে বরণ করলেন, বরণ করার পর সিঁদুর খেলা শুরু করলেন মহিলা সদস্যরা আর আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।