কলকাতা: ১৯৩২ সালে কয়েকজন স্থানীয় যুবকের উদ্যোগে প্রথম শুরু হয়েছিল ঐতিহ্যবাহী নলীন সরকার স্ট্রিট সার্ব্বজনীন দুর্গোৎসবের
কলকাতা শহরের অন্যতম ঐতিহ্যবাহী বারোয়ারি দুর্গোৎসব নলীন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব এবছর ৯৩ তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে তাদের ভাবনা রুপান্তর মানে ট্রান্সফরমেশন। দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে এই পূজো কেবলমাত্র উৎসবের রীতি পালন নয়, বরং একতার বার্তা, সামাজিক মিলন এবং সংস্কৃতির ধারক-বাহক হিসেবে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।