আড়শা: কান্টাডিতে স্বর্ণ ব্যাবসায়ীর কাছে নগদ ও সোনা সহ লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা
Arsha, Purulia | Nov 3, 2025 ভর সন্ধ্যায় ছিনতায়ের ঘটনা ঘটলো , আড়শা থানার কান্টাডি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুষ্কৃতীরা ব্যাবসায়ীর নগদ ও সোনা সহ প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। বাধা দিলে ব্যাবসায়ীকেও খানিকটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা।মাথায় এবং মুখে চোট পেয়ে গুরুতর জখম হয় গনেশ দত্ত নামে ওই ব্যাবসায়ী।ঘটনার তদন্তে আড়শা থানার কাঁন্টাডি ফাঁড়ির পুলিশ।