বাসন্তী: ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভাইফোঁটা,নস্কর পরিবারের ভাইফোঁটায় আনন্দ উৎসবে মেতে উঠেছে পরিবারের সকল সদস্যরা
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হলো ভাইফোঁটা। বৃহস্পতিবার,২৩ অক্টোবর, সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি আজ ভ্রাতৃদ্বিতীয়া। এই দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং বলেন 'যমের দুয়ারে কাঁটা পড়বে, সম্পর্কের বন্ধন দৃঢ় হবে'। এরপর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এর সঙ্গে চলে উপহার বিনিময় ও হরেক রকমের খাওয়াদাওয়ার পালা।