রানিবাঁধ: খাতড়ায় ঐতিহ্যের ছোঁয়া, বাঁদনা পরবে গরুখুঁটা অনুষ্ঠান
বাঁদনা পরবের অন্যতম আকর্ষণ কাড়া ও গরুখুঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খাতড়ায়। শুক্রবার বিকেলে বরাগাড়ী গ্রামবাসীদের উদ্যোগে গ্রামেই এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশপাশের গ্রামগুলি থেকেও বহু মানুষ উপস্থিত ছিলেন খুঁটান দেখতে। উদ্যোক্তাদের দাবি, আদি ও লোকসংস্কৃতির ধারাকে জিইয়ে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে সেই ঐতিহ্য তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ।