দিনহাটা ২: বা'জি কাণ্ডে উত্তাল কোচবিহার,SP-র সমর্থনে দিনহাটায় পথে নামলো অ্যানিমেল এন্ড ন্যাচার অয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
বা'জি কাণ্ডে উত্তাল কোচবিহার,SP-র সমর্থনে দিনহাটায় পথে নামলো অ্যানিমেল এন্ড ন্যাচার অয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যা ৭টায় দিনহাটার রাজপথে মিছিল করে প্রতিবাদ জানায় তারা। তাদের মধ্যে বাঁচিক শিল্পী শ্রীলা সূত্রধর জানান নিষিদ্ধ শব্দবাজি থেকে পশু পাখি এমনকি প্রবীণ ও শিশুরা সমস্যায় পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোচবিহারের গর্ব জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য একজন পরিবেশ বান্ধব মানুষ।