নিতুড়িয়া: নিতুড়িয়ার ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয়া সম্মেলন, উপস্থিত মন্ত্রী সহ অন্যান্যরা
নিতুড়িয়া ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল নিতুড়িয়া ব্লক দলীয় কার্যালয়ে। নিতুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি অমর চন্দ্র মাজী জানান,সমস্ত নেতৃত্ববৃন্দ ,দলের কর্মীদের নিয়ে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।নিতুড়িয়ার বিজয়া সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু ,জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, যুব সভাপতি গৌরব সিং সহ অন্যান্যরা।