রাজগঞ্জ: এই প্রথম মালনদীতে হাইড্রার সাহায্যে প্রতিমা বিসর্জন দেওয়া হল
এই প্রথম মালনদীতে হাইড্রার সাহায্যে প্রতিমা বিসর্জন দেওয়া হল।উল্লেখ্য গত ২০২২ সালে প্রতিমা বিসর্জনের দিন হরপাবানে ভেসে গিয়ে ছিল ৮ জন দর্শনার্থী। এরপর থেকে প্রতিবছর প্রতিমা বিসর্জন দেওয়া হত এনডি আরএফের টিম সিভিল ডিফেন্স ও প্রশাসনের কর্তারা মিলে।কিন্তু এবছর প্রথম হাইড্রা মেশিনের সাহায্যে প্রতিমা বিসর্জন দেওয়া হল।বিকেল সাড়ে চারটা থেকে শুরু হল। এটা চলতেই থাকবে।