কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপে শোভা পাচ্ছে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের ছবি
কুমারগ্রাম ব্লকের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের ছবি লাগিয়ে তাকে শ্রদ্ধা জানানো হল। মঙ্গলবার পুজো মণ্ডপ গুলিতে এমনটাই লক্ষ্য করা গেল। কামাখ্যাগুড়ি, বারবিশা, কুমারগ্রাম, খোয়ারডাঙা, ভল্কার মতো বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ গুলিতে জুবিন গর্গের ছবি লাগানো হয়েছে। পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন শিল্পী জুবিন গর্গ। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।