বালি-জগাছা: দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে শালিমার এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড ২৮৬ নম্বর বুথে বাড়িতে বসেএনুমারেশনফর্ম বিলি করছেন blo
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের শালিমার এলাকার ৩৯ নম্বর ওয়ার্ড বুথ নম্বর ২৮৬ এবং বিধানসভা ১৭৩ নম্বর সেখানে সুস্মিতা মন্ডল সিং বি এল ও তিনি বাড়িতে বসে এনুমারেশন ফ্রম বিলি করছেন ভাইরাল হয় সেই ছবি। বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে শাসক দলের কর্মীরা চড়াও হয় বিজেপি কর্মীদের উপর মারধর করে ফোন কেরে নেওয়া হয় এবং হুমকিও দেয় এমনটাই অভিযোগ বিজেপি কর্মী দের এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়।