নলহাটি ১: ট্রেনে চলার সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু খাবেন না, নলহাটি RPF এর সচেতন মূলক বার্তা
আজ ১০ই জুন মঙ্গলবার বিকেল পাঁচটা য় নলহাটি স্টেশনের দুই নম্বর ও তিন নম্বর প্লাটফর্মে যাত্রীদের সচেতন মূলক একটি বিশেষ অভিযান করল নলহাটি আরপিএফ এর পক্ষ থেকে একটি বিশেষ অভিযান মূলক কর্মসূচি পালন করল। এই কর্মসূচিতে আলোচনার করা হয় বেশ কয়েকটি বিষয় যেমন চলমান ট্রেনে পাথর নিক্ষেপ করা দণ্ডনীয় অপরাধ,চলন্ত ট্রেন থেকে উঠবেন না এবং নামবেন না, রেলওয়ে ট্র্যাকে হাঁটবেন না ,