তেলিয়ামুড়া: সপ্তমীর রাতে তেলিয়ামুড়া বিভিন্ন দুর্গা পূজা প্যান্ডেল গুলি পরিদর্শন করে বিধায়িকা
সোমবার রাতে অর্থাৎ সপ্তমীর রাতে আনুমানিক দশ ঘটিকায় তেলিয়ামুড়ার বিভিন্ন দুর্গাপূজা প্যান্ডেল গুলি পরিদর্শন করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহারায় মহোদয়া, কথা বলে পূজা উদ্যোক্তাদের সঙ্গেও। বিধায়িকাকে পেয়ে খুশি পূজা উদ্যোক্তারাও।