SIR এর কাজের চাপে এক BLO নমিতা সরেনের মৃত্যু ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায় ।শুক্রবার দুপুরে মৃত BLO র বাড়িতে গেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী । মৃত BLO নমিতা সরেন ছিলেন অঙ্গনওয়ারী কর্মী । মন্তেশ্বর বিধানসভার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া খাঁপুর এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্যা ।