জয়পুর: ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন গুঞ্জা ফুটবল মাঠে।
Jaipur, Purulia | Nov 18, 2025 ৭২ তম সমবায় সপ্তাহ পালন গুঞ্জা ফুটবল মাঠে।উপস্থিত সমবায় ইউনিয়নের জেলা সভাপতি শ্যামল চ্যাটার্জি, এলাকার প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো, জেলা পরিষদের সদস্য অর্জন মাহাতো, প্রমূখ। সমবায়ের গুরুত্ব বিষয়ে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আজ মঙ্গলবার।