ভগবানপুর ১: ভগবানপুর-১ব্লকের তেঠিবাড়িতে নৃত্য ,কীর্তন সহযোগে আজ অনুষ্ঠিত হল সুদৃশ্য,ভক্তিময় সন্ধ্যারতি
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের তেঠিবাড়িতে টিম রবিন মন্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরামের আয়োজনে দুই দিন ব্যাপী হরে কৃষ্ণ মহা মহোৎসব ও ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানে শুভ সূচনা হল আজ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। আজ সুদৃশ্য সন্ধ্যারতি দেখতে খেয়ে হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। বিদেশী ভক্তদের সঙ্গে সমাদৃত ভক্তদের দুহাত তুলে নৃত্য এবং কীর্তন পরিবেশিত হয়। জানা যায় আগামীকাল সকাল১০টায় ভজন কীর্তনের সূচনা,১১টায় ভাগবত কথা এবং দুপুরে মহা প্রসাদ বিতরণ হবে বলে জান