কোচবিহার ১: প্রায় এক কোটি টাকা ব্যয় সাজানো হচ্ছে সুনীতি রোড, একুশে সেপ্টেম্বর হবে উদ্বোধন, কোচবিহারে জানালেন পৌরসভার চেয়ারম্যান
প্রায় এক কোটি টাকা ব্যয় করে সাজানো হচ্ছে সুনীতি রোড, একুশে সেপ্টেম্বর হবে উদ্বোধন, সোমবার জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি জানান কোচবিহার শহরের প্রাণকেন্দ্রের প্রধান সড়ক হচ্ছে সুনীতি রোড। আর এই রোডটিকে সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। রাস্তার মাঝখানে বসছে নানা রকম মূর্তি থাকছে আলোকসজ্জা ও বিভিন্ন রকমের গাছ। এই রাস্তা সৌন্দর্যায়ন উদ্বোধন হলে হেরিটেজ শহরের মুকুটে একটি নতুন পালক যুক্ত হবে।