রাজনগর: রাজনগরের বাবুপুর গ্রামে দ্বাদশীর রাত্রে রাবণ বধ অনুষ্ঠিত হলো
রাজনগরের বাবুপুর গ্রামে দ্বাদশীর রাত্রে রাবণ বধ অনুষ্ঠিত হলো। রাজনগরের বাবুপুর গ্রামের চাঁদ ভৈরোঁ আদিবাসী ক্লাবের পরিচালনায় প্রতিবছরের মতো এবারও শনিবার অর্থাৎ দ্বাদশীর রাত্রে রাবণ বধ অনুষ্ঠিত হলো। বাঁশ ও কাগজ দিয়ে প্রায় 60 থেকে 70 ফুট এর বিশালাকার একটি রাবণের মূর্তি তৈরি করা হয়। এরপর আতশবাজির মাধ্যমে আগুন দিয়ে রাবণের ওই মূর্তিকে পোড়ানো হয়। এই রাবণ বধের অনুষ্ঠান দেখতে উপস্থিত হন এলাকাসহ আশেপাশের অগণিত দর্শক।