উলুবেড়িয়া ১: উলুবেরিয়া থানার পুলিশ ইসলামবাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি লরি উদ্ধার করেন।
হাওড়ার উলুবেরিয়া থানার পুলিশ চুরি হওয়া 19 মেট্রিক টন টিএমটিবার লরি উদ্ধার সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করলো। গত ২৫/৯/২৫ তারিখে উলুবেরিয়া থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন গত ১৮/৯/২৫তারিখে উলুবেড়িয়ার কারখানা থেকে দিনাটা যাওয়ার পথে লরিটি মাঝপথে চুরি হয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে হাওড়া উলুবেরিয়া থানার বিশেষ দল বিভিন্ন জায়গায় তল্লাশি করে চুরি যাওয়া লরিটি এবং 19 মেট্রিক টন টিএমটি বার সহ লড়িটি উদ্ধার করে এবং ইসল