কাঁকসা: কেনেলপাড়ে গুমটি বসানো কে কেন্দ্র করে উত্তেজনা,পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ,রাস্তায় যানজটের সৃষ্টি
কাঁকসার কেনেলপারে রাস্তার ধারে এক ব্যক্তি একটি লাগাতে গেলে বাধা দেয় পিছনের বাসিন্দারা।যাকে ঘিরে শুরু হয় তর্কাতর্কি।এর পরেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৌরি হলে আশেপাশের লোকজন ছুটে আসে।এলাকাবাসীর ভিড় জমে যাওয়ায়।কাঁকসার কেনেলপার থেকে থানা যাওয়ার রাস্তায় যান জটের সৃষ্টি হয়।রাস্তার উপর আটকে পড়ে ছোট ও বড় গাড়ি।এর ফলে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে বহু মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষই তাদের সমস্যার কথা জানায়।