কালীগঞ্জ: প্যালেস্টাইনে মার্কিন ও ইসরাইল উপনিবেশ গড়ে তোলার ষড়যন্ত্রের প্রতিবাদে দেবগ্রামে SUCI- এর প্রতিবাদ মিছিল
শান্তি প্রস্তাবের নামে প্যালেস্টাইনে মার্কিন ও ইসরাইল উপনিবেশ গড়ে তোলার ষড়যন্ত্রের প্রতিবাদে ,স্বাধীন প্যালেস্তাইন করার দাবিতে এবং ৪৪ টি দেশের ৪০টি গ্লোবাল ফ্লোটোলা অবরোধ করার প্রতিবাদে এবং যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে দেবগ্রামে SUCI এর বিক্ষোভ মিছিল। দেবগ্রাম স্টেশন রোড থেকে মিছিল শুরু হয়ে চৌরাস্তা মোড় পর্যন্ত হয়। ইসরাইল প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তিলিকা দাহ করা হয়।