চন্দ্রকোনা ২: জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ভৈরবপুর রামগতি বিদ্যানিকেতনে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হল।
পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে আজ সকাল নটা নাগাদ চন্দ্রকোনার ভৈরবপুর রামগতি বিদ্যানিকেতনের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সচেতনতামূলক পাঠ দেওয়া হল। কেনাকাটার উপর যাতে ঠকে না যায় ছাত্রছাত্রীরা, পাশাপাশি MRP রেটের বেশি দাম নিলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানানোর জন্য আবেদন করা হলো ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে।