দিনহাটা ১: BJP ক্ষমতায় না এলে ধর্মীয় কারণে মন্দির মসজিদ ভাঙার ঘটনা ঘটবে না, শুভেন্দুর পোস্টের পাল্টা দিনহাটায় মত মন্ত্রী উদয়নের
BJP ক্ষমতায় না এলে ধর্মীয় কারণে মন্দির বা মসজিদ ভাঙার ঘটনা ঘটবে না, দিনহাটা তে মত মন্ত্রী উদয়নের। বুধবার বিকেলে চারটে নাগাদ এমনি প্রতিক্রিয়া দেন তিনি। প্রসঙ্গত তুফানগঞ্জের একটি পূজা কমিটির কালি পূজার মূর্তি ও প্যান্ডেল ভাঙ্গার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ প্রতিক্রিয়া দিলেন।