খড়ের পালুইয়ে আগুন ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার। রাতের নীরবতা ভেঙে হঠাৎই আগুনের লেলিহান শিখা আর সেই ভয়াবহ আগুনে চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত খড়ের পালুই। দুঃখজনক এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গলসির শিড়রাই গ্রামে। জানা গেছে, গভীর রাতে গ্রামের পূর্বপাড়ার কৃষক মাফিজুল মল্লিকের বড় খড়ের পালুইয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। মাফিজুল মল্লিকের অভিযোগ