শান্তিপুর: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবে সাংসদের বক্তব্যের কটাক্ষ তৃণমূল নেতার
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবে সাংসদের বক্তব্যের কটাক্ষ তৃণমূল নেতার, বিগত দুদিন আগে নদীয়ার গেদে সীমান্তে গিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, সংবাদের শিরোনামে তার বক্তব্য আর শনিবার এই বিষয় নিয়ে নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী তার নিজ বাসভবন থেকে আমাদের ক্যামেরার সামনে কি কটাক্ষ করলেন শোনাবো আপনাদের।