বারাসাত ১: মহানবমীতে দীঘা সরদাপল্লী অধিবাসীবৃন্দের পূজো মণ্ডপ ঘুরে দেখলে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যরা
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘার সর্বপল্লী অধিবাসীবৃন্দ শীতলা মন্দির পূজা কমিটি। দেখতে দেখতে একেবারেই ২১ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটির দূর্গা উৎসব, একটা সময় এলাকার সকল মানুষ মিলে চাঁদা দিয়েই পুজো শুরু করে তবে তবে বর্তমান দিনে জিনিসপত্রের বাজার মূল্য এতটাই অত্যাধিক যে চাঁদা কালেকশন করে পুজো সবক্ষে