সিঙ্গুর: হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন সিঙ্গুর থানার পুলিশ কর্মীরা
হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন পুলিশকর্মীরা। শুক্রবার সিঙ্গুর থানার এএসআই প্রণব কর্মকার নান্দা এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুখাঁর নির্দেশে তাঁর পরিচয় খোঁজা শুরু হয়। অবশেষে জানা যায়, তাঁর নাম বিজয় দাস, বাড়ি জাঙ্গিপাড়া থানার রামপাড়া এলাকায়। সকালে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি, তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেয় পুলিশ।