লালগোলা: ফের ভয়াবহ ভাঙনে কাঁপল লালগোলার তারানগর নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১০ বিঘা চাষযোগ্য জমি ও কয়েকটি বাড়ি
মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর এলাকায় ফের শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। সোমবার সকালে গঙ্গার জলস্তর কিছুটা কমলেও ভাঙনের তীব্রতা হঠাৎ করেই বেড়ে যায়। ফলে মুহূর্তের মধ্যেই প্রায় ১০ বিঘা চাষযোগ্য জমি এবং একাধিক বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার শতাধিক পরিবার। ইতিমধ্যেই বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তারানগর ও আশেপাশের অঞ্চলে নদীভাঙন চলছেই। বহু পরি