শান্তিপুর: ধর্ষণের মামলায় আদালত অবমাননার অভিযোগে শান্তিপুর থেকে গ্রেফতার অভিযুক্ত
Santipur, Nadia | Oct 27, 2025 ধর্ষণের মামলায় আদালত অবমাননার অভিযোগে শান্তিপুর থেকে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর, 2010 সালের মে মাসে শান্তিপুরের বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। সেই মামলায় জামিনে মুক্ত থাকা অভিযুক্ত ব্যক্তি আদালতের নির্দেশ মেনে আদালতে হাজির হচ্ছিলেন না। আর সেই মামলাতেই রানাঘাট আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করলে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ।