ঝালদাতে পদযাত্রার মধ্যে দিয়ে ওয়ার্ল্ড মেডিটেশন ডে পালিত হলো। রবিবার বিকাল প্রায় চারটা নাগাদ পুরুলিয়া জেলার ঝালদা শহরে ওয়ার্ল্ড মেডিটেশন ডে অর্থাৎ বিশ্ব ধ্যান দিবস পালিত হলো। মূলত দ্যা আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে ও ঝালদা বাসীর সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুচারু ভাবে সম্পন্ন হয়। ছাত্র, যুব, স্কুল পড়ুয়া সকলেই এই পদযাত্রায় সামিল হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কো অর্ডিনেটর জিতেন্দ্রনাথ মাহাতো, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো প্রমুখ।