বান্দোয়ান: সর্পাঘাতে মৃত্যু এক শিশুর
সর্পাঘাতে মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানায় মৃতের নাম তারা সরেন(৪)। রবিবার বান্দোয়ানের হেসেলঘুটু গ্রামের ঘটনা। বিকেলে বাড়িতে শিশুটিকে গোখরো সাপে ছোবল মারলে তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে।