২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিজেপি, পাড়ায় পাড়ায় বুথে বুথে চলছে পরিবর্তন যাত্রা। শালবনীতেও আয়োজিত হল বিজেপির পরিবর্তন সভা। আজ বুধবার শালবনীতে বরাগদা চক এলাকায় আয়োজিত হল এই পরিবর্তন সভা। এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ আয়োজিত এই কর্মসূচিতে প্রথমে মিছিল এবং পরে সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতৃত্বরা।