ভগবানগোলা ১: পশ্চিম পাড়ায় দিনের বেলায় চুরির ঘটনা, আলমারি ভাঙলেও লকার অক্ষত দুপুর ১২ টা নাগাদ
লালবাগ, মুর্শিদাবাদ — শুক্রবার সকালে পশ্চিম পাড়ায় এক বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সকাল প্রায় ৯টার সময় ট্রেন ধরে ডাক্তার দেখাতে যান লালবাগে। এই সুযোগে চোরেরা বাড়ির দুটি ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ ও কিছু রুপোর গহনা নিয়ে যায়। তবে বাড়ির মূল লকারে রাখা সোনার গহনা চোরেরা হাত দিতে পারেনি। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির মালিক তার স্ত্রীকে রেখে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরে আসেন। তিনি বাইক রেখে ঢুকতেই বুঝতে পারেন চোরেরা তখনও বাড়ির ভেতরে রয়েছে।